Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

        নেত্রকোণা জেলার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও বেকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এর লক্ষ্যে ২০১৭ সালে নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হয়। নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মোট ২ একর জায়গার ওপর নেত্রকোণা জেলার রাজুর বাজারে অবস্থিত। অস্ত্র প্রশিক্ষণ ইনস্টিটিউট  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম যথা- (1) Computer Operation  (2) Garments (3) Electrical  (4) Welding, (5) Automobile (6) Architectural Drafting With Auto CAD  (7) Orientation Course এবং (8) SEIP প্রকল্পের অধীনে (a) Motor Driving with Basic Maintenance (b) Welding (c) Graphics Design (d) CAD (2D&3D)(e) Electrical Installation & Maintenance (f) BGMEA Sewing Machine Operation কোর্স  অত্যন্ত সফল ভাবে পরিচালিত হচ্ছে। অত্র কেন্দ্রের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী উক্ত কোর্সসমূহে  উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ২০১৭ খ্রিঃ ৩৭৫ জন, ২০১৮ খ্রিঃ ৬৪০ জন এবং ২০১৯ খ্রিঃ ১০৩৫ জনকে প্রশিক্ষিত করা হয়। অত্র প্রতিষ্ঠানে অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রুপান্তরের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের  সহযোগীতা  করা হয় । এলক্ষ্যে উক্ত কোর্সসমূহে প্রতি বছর প্রায় ৬৯০ জন এবং প্রাক বর্হিগমন প্রশিক্ষণ কোর্সের প্রায় ৫৬৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।  

ভবিষ্যৎ পরিকল্পনা :

১। চলমান কোর্স সমূহের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা।

২। বৈদেশিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন ট্রেডে প্রশিক্ষণ চালু করা এবং প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ ও স্বল্পদক্ষ 

     জনগোষ্টির সংখ্যা হ্রাস করতঃ দক্ষ জনশক্তি বৃদ্ধি করা।

৩। প্রশিক্ষণ কেন্দ্রকে বহুমাত্রিক ব্যবহারের নিমিত্তে উচ্চতর প্রশিক্ষণ কোর্স এবং দ্বিতীয় শিফট চালু করা।

৪।  NTVQF(National Technical and Vocational Qualification Framework) সনদায়ন চালু  করা।

৫। Online/web-based প্রশিক্ষণ কার্যক্রম চালু করা।   

৬। CBT (Competancy Based Training) প্রশিক্ষণ চালু এবং সনদায়ন করা। 

৭। e-Learning এর আওতায় প্রশিক্ষণ চালু করা।

৮।  অত্র প্রতিষ্ঠানটিকে TVET এর আওতায় নিয়ে আসা।